সারাদেশ

খাঁনপুর হাসপাতালে র‍্যাবের অভিযানে ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ জন দালালকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ব্যক্তিরা হলেন— মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. শিউলি (৪০), মোছাঃ রোখসানা (৫০) এবং মোছা. মাকছুদা (২৫)।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার টিএম রাহসিন কবির। এ সময় র্যাব-১১-এর এএসপি আল মাসুদ খানসহ র্যাবের একটি টিম উপস্থিত ছিল।

র‌্যাব জানায়, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ জন পুরুষ ও ৮ জন নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button