সারাদেশ
জনবিরক্তির অভিযোগে বন্দরে দুই যুবক আটক

বন্দরে রাস্তায় উৎপাত করে জনবিরক্তি সৃষ্টি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলেন- সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার স্বপন মিয়ার ছেলে বাঁধন প্রধান (২৫) এবং মনজিলখোলা এলাকার আজিজুল হকের ছেলে নুরুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে বন্দর থানার ধামগড় এলাকায় রাস্তায় জনবিরক্তি সৃষ্টি ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে তাদের আটক করা হয়।
রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।