সারাদেশ

জনগণের প্রত্যাশা পূরণে জীবন দিয়ে হলেও কাজ করব: গিয়াসউদ্দিন

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, বিএনপির প্রতি মানুষ যেমন আস্থাশীল; তেমনি বিএনপি মানুষের কাছে কমিটমেন্ট দেওয়া। দেশের মানুষ যদি বিএনপিকে দেশ পরিচালনা করার সুযোগ করে দেয় তাহলে আমরা প্রত্যাশা পূরণে বেঈমানী করবো না। প্রত্যাশা পূরণে জীবন দিয়ে হলেও সাধ্যমতো কাজ করবো আমরা। 

রোববার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘরে বসে থাকলে চলবে না। সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। ভোটের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। নারায়ণগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে বিএনপি প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটারদের সম্মান দিতে হবে, ভালোবাসা ও বিনয়ের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। একমাত্র যোগ্য দলই বিএনপি। তাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন।

সভায় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি মোস্তফা কামাল, শহরের নেতৃবৃন্দ সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডাঃ মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Back to top button