নমিনেশন যে পাবে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে: রিফাত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে সনমান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিহরদী বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের পুত্র কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি’র একজন হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি হিসেবে নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জরিপে জানা গেছে, নির্বাচনী এলাকার সর্বমহলে জনপ্রিয়তার শীর্ষে তাঁর নাম রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) বিকালে সনমান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হরিহরদী বাজার এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
পরে হরিহরদী বাজারে সনমান্দি ২ নং ওয়ার্ডের সভাপতি সামছুল হক মেম্বারের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য কায়সার রিফাত বলেন, আমার পিতার পক্ষ থেকে আজকে আমি এখানে এসেছি। বিএনপি থেকে যদি তাকে মনোনীত করা হয় তাহলে উনি সোনারগাঁকে মডেল সোনারগাঁয়ে রুপান্তিরত করবেন। আমি তার জন্য আজকে আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম।
রিফাত আরও বলেন, গত ১৫ বছর জনগণ ভোট দিতে পারে নাই। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রার্থীরা যেন বিজয় লাভ করতে পারে সেজন্য কাজ করছি। এ আসনে যে নমিনেশন পাবে তার পক্ষেই আমাদের কাজ করতে হবে।
এ সময় জেলা কৃষকদল নেতা নাজমুল হাসানসহ ২নং ওর্য়াডের বিএনপি দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন।