সারাদেশ

বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ডের জালকুড়ি খিরত আলী জামে মসজিদে মুসল্লিদের মাঝে এবং আশপাশের এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব পাপ্পু, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হুমায়ূন আহাম্মেদ কবির ও নূরুল ইসলাম, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহ আলম, সিদ্ধিরগঞ্জ ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পাবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান, যুগ্ম আহবায়ক শেমল, ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহম্মেদ ও সদস্য সচিব আল মামুন, সিদ্দিকগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার সাহদাতসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি জাতীয় রূপরেখা, যা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এই কর্মসূচি কেবল একটি রাজনৈতিক পরিকল্পনা নয়, বরং জনগণের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার।

Leave a Reply

Back to top button