সারাদেশ

তারেক রহমানের ৩১ দফা নিয়ে আড়াইহাজারের পথে-প্রান্তরে আজাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আড়াইহাজারে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এই কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দোকানদার, সাধারণ পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট তুলে দেন তিনি। এরপর পথসভায় অংশ নেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আজাদ বলেন, আড়াইহাজারের প্রত্যেক জায়গায় ৩১ দফার লিফলেট বিতরণ হচ্ছে। আগামীর বাংলাদেশ কিভাবে মেরামত ও সুশৃঙ্খল ভাবে গড়বেন তারেক রহমান তা ৩১ দফায় উল্লেখ করেছেন। তারেক রহমান আপনাদেরকে অন্তর দিয়ে ভালোবাসেন। উনি প্রবাসে থেকেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন। 

এসময় তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। 

এসময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আবদু, উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূইয়াসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Back to top button