জনগণ ভোট দিতে প্রস্তুত : গিয়াস উদ্দিন

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় গিয়াসউদ্দিন বলেন, বিগত ১৫ বছর তিনটি নির্বাচনে ভোটের অধিকার জনগণ প্রয়োগ করতে পারে নাই। স্বৈরাচারমুক্ত হওয়ার পর জনগণ আজকে ভোট দিতে প্রস্তুত। স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংশের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তার জন্য তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছে। যা আমরা ঘুরে ঘুরে জনগণের হাতে তুলে দিচ্ছি। আজকে জাতি তারেক রহমানের উপর আস্থাশীল ও বিশ্বাসী। সকলে তারেক রহমান ও ম্যাডামের সালাম ঘরে ঘরে পৌছে দিবেন।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে ৫টি নির্বাচনী এলাকা। আমি এ এলাকার মানুষ। বিএনপির সংকটময় সময়ে আমি এ জেলায় নেতৃত্ব দিয়েছি। যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মানুষ ছিলো না, তখন আমি নেতৃত্ব দিয়েছি। আমাকে ১০টি ইউনিট সহযোগিতা করেছে। আজকে তাদেরকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছি। কারণ, ৫টি আসনে যেন বিএনপির মনোনিত প্রার্থীকে বিজয় করতে পারে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ৫টি আসনের বিএনপির মনোনিত প্রার্থীদের বিজয় লাভ করানোর জন্য কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সোনারগা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ম হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ করিম সহ থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।