সারাদেশ

রূপগঞ্জে কিশোরী ধর্ষণের শিকার, আটক ১

রূপগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে গোলাকান্দাইল মহিউদ্দিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর দুপুরে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত নুরুল ইসলাম কিশোরীকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নতুনবাজার এলাকার একটি নির্জন কলাবাগানে নিয়ে যায়। সেখানে সে কিশোরীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে বখাটে নুরুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

এই ঘটনায় কিশোরীর বাবা রাসেল মিয়া বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিশোরী ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Back to top button