সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা (ওজন ৩ গ্রাম) এবং ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে  সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় সাগরের সহযোগী মোঃ বাপ্পি (২৮) পালিয়ে যায়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ির নাম সাগর (৩২)। সে রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

পুলিশ জানিয়েছে, ধৃত সাগর ও পলাতক বাপ্পি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করে আসছিল। তারা খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবকদের কাছে ইয়াবা বিক্রি করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানিয়েছে, সে সহযোগী বাপ্পির মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

 

Leave a Reply

Back to top button