সারাদেশ

রূপগঞ্জে ভূয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজিকালে গ্রেফতার যুবক

রূপগঞ্জে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে তানভীর (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের আটলাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তানভীর উপজেলার ভোলাবো ইউনিয়নের পুবেরগাঁও এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, ভোলাবো ইউনিয়নের আটলাপুর বাজার এলাকার চারতাল্লুক আশকারীর বাড়িতে কিছু ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে টাকা দাবি করছে। এ খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তানভীরকে আটক করে।। এ সময় তার সহযোগী ২/৩ জন পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান খান বলেন, তানভীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নয়। সে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির অপরাধ করেছে। ডিবি পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির কোনো ঘটনাই বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তানভীরের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Leave a Reply

Back to top button