সারাদেশ

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের টোটারবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিজ বাড়ির উঠানে ওই কিশোর বজ্রাহত হন বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

নিহত কিশোরের নাম মো. নিরব। ১৪ বছর বয়সী নিরব টোটারবাগ গ্রামের নাজমুলের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিরব বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান বজ্রপাতে নিরবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Back to top button