সারাদেশ

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-সন্তানসহ গ্রেপ্তার ৬

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সাহেব আলীর স্ত্রী-ছেলেসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।সোমবার রাতে গাজীপুর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৫টি মোবাইল ফোন , ১টি খেলনা পিস্তল, ১টি মোটর ড্রাইভিং লাইসেন্স, ১টি ই-ড্রাইভিং লাইসেন্স এবং ৪টি শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— সাহেব আলীর ছেলে সজীব (১৯), স্ত্রী কল্পনা বেগম (২৯), শ্যালক মো. শামীম মিয়া (২৬), হাফিজ হাফিজ শেখ (২৩), আমিনুল ইসলাম (৩৪) ও মো. আকবর (২০)।

্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অনুরোধে র্যাব-১১ অভিযানে নামে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা আটি ওয়াপদা কলোনীর বউ বাজারে সাহেব আলীর আস্তানায় পৌঁছালে সেখানে এক নজিরবিহীন হামলার ঘটনা ঘটে

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি সাহেব আলী তার লোকজনকে জড়ো করে। তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র্যাব সদস্যদের হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে। সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং এলোপাথাড়ি মারপিট করে তাদের রক্তাক্ত ও জখম করে। আহত র্যাব সদস্যদের দ্রুত খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

্যাবের উপর হামলার পরপরই আত্মগোপনে থাকা সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগীদের চিহ্নিত করে গাজীপুরের চান্দুরা বড়বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button