সারাদেশ
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টায় নীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষক দিবস।
রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান ও জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।