সারাদেশ
অসুস্থ যুবদল নেতার শয্যাপাশে গিয়াসউদ্দিন

অসুস্থ যুবদল নেতার বাড়িতে গেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধানকে তার বাসভবনে দেখতে যান তিনি।
মুহাম্মদ গিয়াসউদ্দিন সাগর প্রধানের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসার ব্যাপারে বিস্তারিত জানতে চান। এ সময় তিনি দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।মুহাম্মদ গিয়াসউদ্দিন সাগর প্রধানের বাসভবনে উপস্থিত হয়ে
এ সময় মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম ঢালীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।