অসুস্থ ফজলুল চেয়ারম্যানকে দেখতে বাসায় গেলেন মান্নান

কাঁচপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ফজলুল হক দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে নিজ বাসায় আছেন।
বুধবার ১ অক্টোবর দুপুরে ফজলুল হকের বাসায় যান আজহারুল ইসলাম মান্নান। এসময় ফজলুল হকের অসুস্থতা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
বাসায় এসে শারীরিক খোঁজখবর নেওয়ায় আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফজলুল হক চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিদ খান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, কাচপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রসমত আলী, নারায়ণগঞ্জ জেলার শ্রমিক দলের সহ-সভাপতি কিসমত আলী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক ফারুক হোসেন, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মনা, সদস্য সচিব মোজ্জাম্মেলসহ প্রমুখ।