সারাদেশ

বিসর্জনের দুর্ঘটনা এড়াতে আমরা প্রস্তুত আছি: কোস্ট গার্ড মহাপরিচালক

নারায়ণগঞ্জে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১ অক্টোবর) সকালে চাষাড়ার শ্রী রামকৃষ্ণ মিশনের দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে যান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। এসময় তিনি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরিদর্শন শেষে তিনি বলেন, কোস্ট গার্ড যেহেতু নৌপথে চলাচল করে, সুতরাং বিসর্জনের সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিসর্জনের সময় যেন কোন দুর্ঘটনা না ঘটে, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি। অপ্রীতিকর কিছু ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বোর্ড ও ডুবুরি দল প্রস্তুত থাকবে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা প্রত্যাশা করি বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় থাকবে।

এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্ত্তিক ঘোষ, আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।

Leave a Reply

Back to top button