সোনারগাঁয়ে সংখ্যালঘু বলতে কিছু নেই: মান্নান

নারায়ণগঞ্জে মহাষ্টমীতে সোনারগাঁ উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পযর্ন্ত উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রাদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির ২ নং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, রাকিবসহ প্রমুখ।
পরিদর্শনকালে মান্নান বলেন, সোনারগাঁয়ে বিএনপি যতদিন বেঁচে থাকবে ততদিন সনাতন ধর্মাবলম্বীদের উপর কোনো আঁচল ও আঘাত লাগবে না। আমরা সবাই বাংলাদেশী। কোনো সংখ্যালঘু বলতে কিছু নাই। সারাদেশে কিছু না কিছু হলেও সোনারগাঁয়ে এখনো কোনো কিছু হয় নাই। আমরা আপনারা সোনারগাঁয়ে মিলেমিশে থাকতে চাই।