সারাদেশ

ফতুল্লায় পূজা মন্ডপ পরিদর্শনে বাংলাদেশ কোস্ট গার্ড

নারায়ণগঞ্জে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নজরদারি এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিদর্শন করেন পাগলা স্টেশন ইনচার্জ কমান্ডার লেঃ মো. রাফায়েল মনোয়ার উৎসব।

মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে পূজা মন্ডপ গুলোতে সর্বিক নিরাপত্তার কাজ করছি। উপকূলীয় এলাকার মাধ্যে ঢাকা জোনের ৪৩ টি মন্দির ও পূজা মন্ডপসহ চট্টগ্রাম, মোংলা ও ভোলায় মোট ২২৪ টি পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে কোস্ট কার্ড।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে যে কোন ধরনের নাশকতা থেকে জনগণের জানমালের যেন কোন ধরনের ক্ষতি না হয় ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি পূজা মন্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও উপকূলীয়এলাকায় বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে। এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করনে সর্বক্ষনিক নজর দারি রাখা হচ্ছে।

তিনি আরও জানান, বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন বিশেষ টহল টিম রেখেছি এবং কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বক্ষনিক প্রস্তুত থাকবে। আমরা আশা করি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। প্রতিমা বিসর্জনের দিন কোস্ট গার্ডের ডুবুরি দল থাকবে।

এসময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন ও পাগলা স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস এবং সাধারণ সম্পাদক অর্জুন দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Back to top button