সারাদেশ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে সোনারগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে রোববার বিকালে সোনারগাঁ রয়েল রিসোর্টে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। 

সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মীজানুর রহমান ও এমএ মহিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

সভায় ঐতিহ্যবাহী রাজধানী সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটন নগরীর উন্নয়ন, সোনারগাঁয়ের শাসকদের নামে রাস্তা-ঘাটের নামকরণ প্রস্তাব, সোনারগাঁ গেইট নির্মাণের প্রস্তাব, পর্যটকদের নিরাপত্তা, আবাসন, খাবার-দাবার, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনা করা হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনির হোসেন, বিএনপি নেতা আবু সাঈদ, ফরিদ হোসেন, প্রতিবন্ধী ও যুব কল্যান পরিষদের সাধারণ সম্পাদক তাজউদ্দীন, সাংবাদিক আল আমিন তুষার, তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখার সভাপতি শামীম হোসেন, সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহাম্মেদ, সাংবাদিক সামির সরকার, রাশেদুল ইসলাম রাসেল, দেলোয়ার হোসেন মোল্লা, মোক্তার হোসেনসহ প্রমূখ।

 

Leave a Reply

Back to top button