সারাদেশ
বন্দরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

বন্দরে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম (২৪) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ হনুফা বরিশাল জেলার মইশখোলা এলাকার মৃত লোকমান হোসেন মিয়ার মেয়ে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, গৃহবধূ আত্মহত্যার ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারণ জানার জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।