৫২টি পূজা মণ্ডপে নাসিকের আর্থিক অনুদান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫২টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নগর ভবনের ৫ম তলার সভা কক্ষে নাসিকের প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ পূজা আয়োজকদের হাতে চেক তুলে দেন।
সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস এবং অন্যান্য সিটি কর্পোরেশন কর্মকর্তা ও পূজা আয়োজকরা।
অনুষ্ঠানে প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ বলেন, পূজা আয়োজনে সিটি কর্পোরেশন তার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবে। আমরা আশা করছি, আগামীতে এই অনুদানের পরিমাণ আরও বাড়াতে পারব, যাতে উৎসব আরও জমকালো হয়।
তিনি আরও বলেন, পূজা মণ্ডপের আশপাশের ছোটখাটো ভাঙা রাস্তা বা ড্রেনগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উৎসব চলাকালীন এবং পরে মণ্ডপের আশপাশ থেকে ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।