সারাদেশ
সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুর থেকে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
নিহত সাইফা আক্তার শিমরাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে।
কাঁচপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বেলা দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। অজ্ঞান অবস্থায় সাইফাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।