সারাদেশ

সিদ্বিরগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার বিএনপি নেতা জয়নুল আবদিন

সিদ্বিরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। তবে তিনি গুরুতর কোনো আঘাত পাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়।

ঘটনার পর নিজ ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে জয়নাল আবদিন ফারুক লেখেন, আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। তিনি সেখানে বলেন, সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।

তবে তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে মনে করছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে কাউকে বা কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি পাইনি। হাইওয়ে পুলিশও পায়নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

Back to top button