কাঁচপুরে ধানের শীষে ভোট চাইলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেলে কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গনসংযোগ করে তিনি ধানের শীষে ভোট চান।
কাঁচপুর বাজার ও বাসস্ট্যান্ডে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের সাথে তিনি কুশল বিনিময় করেন। এ সময় তিনি আগামি নির্বাচনে ধানে শীষে ভোট দেয়ার আহবান জানান। ওই সময় তিনি লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ-আলম মুকুল, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দিন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ প্রধান, কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মোল্লা, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল প্রধানসহ আরো অনেকে।