সোনারগাঁয়ে ইয়াবাসহ নারী মাদককারবারি আটক

সোনারগাঁয়ে ১২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম জেসমিন (৩৪)। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মৃত হাফেজ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর মো. নাইমুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা টোল প্লাজার কাছে সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো-ব-১১-৭৭০৭ নম্বরের একটি “সিডিএম বাস” ঘটনাস্থলে এলে তাকে থামার সংকেত দিলে বাসটি থেকে একজন নারী যাত্রী দ্রুত নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে সঙ্গে থাকা নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়।রবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।