সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দময় এবং নিরাপদে উদযাপন উপলক্ষে সার্বিক সহযোগিতা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ও  নারায়ণগঞ্জ জেলা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলার প্রতিটি পূজা মন্ডপে মণ্ডপে বিএনপির নেতৃবৃন্দরা পাহারায় থাকবে উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। এই জেলায় সকল ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি। সেই সুবাদে নারায়ণগঞ্জের অনেক ঐতিহ্য রয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সব ধরনের সহযোগিতা করবে। 

তিনি আরও বলেন, পূজা মন্ডপ পরিদর্শনের নামে আমাদের নেতাকর্মীরা যাতে হোন্ডা মোহড়া ও পাহারা না দেয় আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পূজা মন্ডপে অনেক নারী পূজারীরা অংশগ্রহণ করে থাকে। তাদের আসা-যাওয়ার পথে কেউ যেন ইভটিজিং না করে সেদিকে আমাদের নিজস্ব ভলেন্টিয়াররা সজাগ দৃষ্টি রাখবেন।বিশেষ করে আযান ও নামাজের সময় অন্তত ৩০ মিনিট আপনারা পূজা অর্চনা খানিক খানের জন্য বিরতি রাখবেন। আপনারা ভিতরে আপনাদের পূজা করবেন কিন্তু ঢাকঢোল, গানবাজনা ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখবেন। এই বিষয়টি আপনার বিশেষ দৃষ্টিতে দেখবেন। অনেক সময় দেখা দেয় এক দিকটা আজান হচ্ছে অন্য দিকটা মন্ডপে ঢাকঢোল বাজানো হচ্ছে। এতে করে একটি সিমপিতি তৈরি হতে পারে। সুতরাং এই জিনিসটা আপনারা বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখবেন।

Back to top button