সারাদেশ
সোনারগাঁয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সৎ, মেধাবী ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষা ও পরিবেশের প্রতি সচেতনতা গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নাজমা সুলতানা। অনুষ্ঠানে কৃতি ছয় শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান শেষে অতিথিরা বৃক্ষের চারা বিতরণ করেন।