সারাদেশ

নাসিকের প্রশাসককে আমরা নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি

নারায়ণগঞ্জের নাগরিক সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহম্মেদের নেতৃত্বেিএ স্মারকলিপি দেওয়া হয়। এ

নাসিক প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলোকে যৌক্তিক বলে মন্তব্য করেন এবং দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সংগঠনের দাবিগুলো হলো- কদম রসূল সেতুর র‌্যাম্প পরিবর্তন করে দ্রুত নির্মাণকাজ চালু রাখা, মেট্রোরেল গাজীপুর-২ প্রকল্পে নারায়ণগঞ্জ সদর ও মদনপুরকে সংযুক্ত করা, রাসেল পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খাল নিয়মিত পরিষ্কার রাখা, বঙ্গবন্ধু রোডসহ শহরের সকল সড়ক বাতি সচল রাখা, মীরজুমলা রোড, সিরাজদ্দৌল্লা রোড ও শায়েস্তা খান রোড হকারমুক্ত করা, শহরে উল্টোপথে যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা, বঙ্গবন্ধু সড়কের বিভাজকের দুই পার্শ্বে গাড়ি চলাচল নিশ্চিতকরণ, ২নং গেইট থেকে অবৈধ স্টপেজ ও হকার উচ্ছেদ করে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘœ করা, ২নং রেলগেইট থেকে উত্তরে বঙ্গবন্ধু সড়ক প্রশস্ত করা, চাষাড়া মোড়ে অবৈধ মিশুক ও সিএনজি স্ট্যান্ড অপসারণ, ২নং রেলগেইট থেকে চাষাড়া পর্যন্ত অস্থায়ী রাস্তা সংস্কার ও চলাচলে উন্মুক্ত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুবউদ্দিন আহম্মদ, হাজী মো. রমজান উল রশীদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সম্পাদকম-লীর সদস্য হাজী লোকমান আহম্মদ, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান ও সাংবাদিক আব্দুল লতিফ রানা প্রমুখ।

Back to top button