সারাদেশ
সোনারগাঁয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মিয়া সনমান্দী ইউনিয়নের পাচানী গ্রামের মাঠে সবজি তুলছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, মরদেহ হস্তান্তর করা হয়েছে।