সারাদেশ
নোয়াগাঁয়ে রিফাতের ব্যাপক গণসংযোগ

কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম মুহাম্ম্দ কায়সার রিফাত রোববার সকাল থেকে বিকাল পযর্ন্ত নোঁয়াগাও ইউনিয়নের লাধুরচর, শেখকান্দি, পরমেশ্বর্দী, বিশনাদি, নোয়াগাও বাজার,ধন্দীবাজার,গোবিন্দপুরে ব্যাপক গনসংযোগ করেন।
বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্ম্দ গিয়াসউদ্দিনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মাঝে গিয়াসউদ্দিনের সালাম পৌছে দেন।
এসময় রিফাত বলেন, সামনে জাতীয় নির্বাচন। সিদ্বিরগঞ্জ সোনারগাঁ নিয়ে আসন গঠিত হওয়ায় আমার বাবা মুহাম্ম্দ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।