সারাদেশ

দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে: গিয়াসউদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন গণসংযোগ করছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বক্তাবলী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ করে লিফলেট বিতরণ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

পথসভায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকে আমরা ভোটারের কাছে যাবো যাতে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করে। এ আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদের মধ্যে ঐক্যের বন্ধন থাকতে হবে। কারো বিরুদ্ধে কেউ কাউকে কোনো কিছু বলবেন না। কারো বিরুদ্ধে সমালোচনা করবেন না। যারা এ আসন থেকে এমপি প্রত্যাশী তারা সবাই যোগ্য, আপনারা তাদেরকে সম্মান দিবেন। সবাই আসলে তাদেরকে স্বাগত জানাবেন। 

গিয়াসউদ্দিন আরও বলেন, নারায়ণগঞ্জের ৫টি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কাজ করছি। আপনারা ফেসবুকে পত্র পত্রিকায় দেখবেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় বিএনপির পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিএনপির কাছে আমি কৃতজ্ঞ। কারণ, ২০০১ সালে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে আমি আপনাদের জন্য ৫ বছর কাজ করেছি। বিগত দিনে বিএনপি আমাকে মূল্যায়ন করেছে। বিএনপির দূর্দিনে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এ কৃতজ্ঞের কারণে ৫টি আসনে আমি কাজ শুরু করেছি। আমি চাই আপনারাও ধানের শীষে ভোট চেয়ে কাজ শুরু করেন। 

এসময় তার সাখে ফতুল্লা থানা বিএনপি, বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button