সারাদেশ

ধানের পক্ষে ভোট চেয়ে রিফাতের গণসংযোগ লিফলেট বিতরণ

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্ম্দ গিয়াসউদ্দিনের নির্দেশনায় সোনারগাঁয়ের জামপুরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম মুহাম্ম্দ কায়সার রিফাত।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পযর্ন্ত জামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মাঝে গিয়াসউদ্দিনের সালাম পৌছে দেন।

এসময় রিফাত বলেন, সামনে জাতীয় নির্বাচন। সিদ্বিরগঞ্জ সোনারগাঁ নিয়ে আসন গঠিত হওয়ায় আমার বাবা মুহাম্ম্দ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। 

এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে ও যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে সকলকে কাজ করতে আহবান জানান।

 

Back to top button