সারাদেশ

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

রূপগঞ্জে প্রবাসীদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে ১২ জন হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মায়ারবাড়ি খালপাড় এলাকার ইমন, আইঘরটেকপাড়া এলাকার কাজলী, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হেনস্তা করে আসছিল হিজড়ারা। এসবের পরও মানবিক দিক বিবেচনায় এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু গত ১৫ সেপ্টেম্বর চাঁদা না দেওয়ায় কয়েকজন প্রবাসীর গাড়ি আটকিয়ে তাদের মারধর করে হিজড়ারা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজুরবাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

Leave a Reply

Back to top button