সারাদেশ

বন্দরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপন করার লক্ষ্যে বন্দরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

সভায় দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করা, ভক্তদের চলাচলে সহায়ক ব্যবস্থা গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতি, বন্দর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টিন আশিকুর রহমান, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার, বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান মঞ্জু, বন্দর উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা খোরশেদ আলম এবং উপজেলার ২৮টি পূজামন্ডপের প্রতিনিধি, বন্দর ফায়ার সার্ভিস ও বন্দর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Leave a Reply

Back to top button