জিআইএমসি’র নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা অনুষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মাকসুদুর রহমান সরকার বলেছেন, আপনারা যারা নতুন শুরু করেছেন ও এই হলের মধ্যে যারা আছেন আপনারাই কিন্তু ভবিষ্যৎতে একেক জন সামাজিক সাদা মনের রাজনীতিবিদ হবেন, উদ্যোক্তা হবেন ও শিক্ষাবিদ হবেন। এখানে যারা বসে আছেন একসময় বড় ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, শিক্ষক হবেন ও ব্যবসায়ী হবেন। এই যে হওয়ার জন্য আপনাদের যে সফর; এই সফরটাতে আপনাদের প্রতিশ্রুতি, উদ্দেশ্য, লক্ষ্য ও প্রচুর পরিশ্রম থাকতে হবে। আমাদের সামনে আজকে যারা বসে আছে, তারুণ্যের যে অংশটা তাদের ব্যাপারে সামাজিক অনেক মন্তব্য আছে, কিন্তু আমি বলব নতুন বাংলাদেশ বির্নিমানে, শুধু নতুন বাংলাদেশ না, নতুন পৃথিবীর বির্নিমানে এ প্রজন্ম থেকেই সামনে এগিয়ে আসতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আজকের দিনটি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের জন্য একটা নতুন দিগন্তের সৃষ্টি করেছে। ২০১০ সালে এই কলেজ প্রতিষ্ঠা লাভ করার পর আমরা আমাদের একটি পারিবারিক ভবনে এই বিদ্যাপিঠ পরিচালনা করে আসছিলাম। আজকে দীর্ঘদিন পর এই নতুন ভবনে আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা অধ্যায়ন করার সুযোগ পাবে, এটা আমাদের জন্য নতুন একটা দিগন্তের উন্মোচন করলো। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে ইহকালীন এবং পরকালীন কল্যাণের শিক্ষার গুণে গুণান্বিত করে পরিচালনা করতে পারি। এবং দেশের কল্যাণে যাতে শিক্ষার্থীরা নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলে দায়িত্ব কর্তব্য পালন করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা অনুষদের সহযোগী অধ্যাপক আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান।