সারাদেশ
আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়৷
নিহত দুই শিশুরা হলো- আবুল হোসেনের ছেলে ৭ বছর বয়সী আনিছুর রহমান আনিছ ও জাহাঙ্গীর হোসেনের ছেলে ৫ বছর বয়সী জাহিদুর রহমান জাহেদ।
স্বজনরা জানান, বাড়ির পাশেই খেলছিল এ দুই শিশু। দুপুর বারোটার দিকে তাদের দু’জনের ভাসমান মরদেহ দেখতে পান লোকজন। পরে দু’জনের নিথর দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আমিন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের পেটে অতিরিক্ত পানি প্রবেশ করাতে তাদের মৃত্যু হয়েছে।