সারাদেশ

জামিনে বেরিয়ে আবারও চুরি, প্রাণ হারালেন যুবক

চুরির মামলায় কারাগারে ছিলেন মো. তামিম নামের এক যুবক। সেখান থেকে দুইদিন আগে বের হয়েছেন। আবারও চুরি করতে গিয়ে এবার প্রাণ হারালেন তিনি।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায়।  নিহত তামিম মুড়াপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, তামিম চুরির মামলায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে বের হন। শুক্রবার রাতে তিনি তার সহযোগী দিপুসহ কয়েকজনের সঙ্গে স্থানীয় লিনা পেপার মিলের বন্ধ কারখানায় চুরি করতে যান। পরে শনিবারর সকালে নিহতের বাবাকে দিপু ফোন করে জানায় তামিম মারা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারনে মৃত্যুবরণ করেছে সেটা স্পষ্ট বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যু সঠিক কারন জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Back to top button