সারাদেশ
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব

নিজেই রক্তদান করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় এই দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, রক্ত দেওয়া একটি মহৎ ও মানবিক কাজ। আমরা যারা সুস্থ-সবল আছি, তারা যেন নিয়মিত রক্ত দেই। অনেক রোগী আছেন যারা রক্তের অভাবে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অনেকের আবার রক্ত কেনার সামর্থ্যও নেই। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সে লক্ষ্যেই আজকের এ কর্মসূচি।