সারাদেশ

ডিবি পরিচয়ে নারায়ণগঞ্জে চলন্ত বাসে ডাকাত, টাকা-স্বর্ণালংকার লুট

ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোডে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী চলন্ত বাসে ডিবি পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই বাসের চালক ও ২ হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— বাস চালক আরিফুল ইসলাম (৫০), দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওন (১৫)।

যাত্রীরা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী জিএস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৯৫) সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চালক জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রী নামাতে গাড়ি থামান। এসময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের মাদক তল্লাশির কথা বলে। কিছুক্ষণ পর তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ১৫ জনের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদের কবলে পড়া যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের হাতের রুলি, গলার চেইন, কানের দুলসহ নগদ টাকা এবং যাত্রী রুবেল হোসেনের টাকা-পয়সাসহ আরও অনেকের মালামাল লুট করে নেয় ডাকাতরা। পরে জালকুড়ি এলাকায় নেমে যায় তারা। ডাকাত দল নামার পর যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

যাত্রীরা আরও জানান, বাস চালক ও হেলপারদের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,  ঘটনায় বাস চালক আরিফুল ইসলাম, দুই হেলপার আবু সাইদ ও শাওনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক ও হেলপারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Back to top button