সারাদেশ

সোনারগাঁয়ে পুকুরে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে সাঁতার কাটতে গিয়ে ডুবে মশসুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মদনপুরে ফার্ম হাউসের পুকুরে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত মশসুদ গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা শেখ মঞ্জুর বারির ছেলে।

নিহতের বন্ধু বর্ণিল সপ্তসি জানান, সকালের দিকে আমরা ছয় থেকে সাত জন বন্ধু মিলে সোনারগাঁ ঘুরতে যাই। এখানে একটি ফার্ম হাউসে দুপুরের দিকে সাঁতার কাটতে গেলে মশসুদ পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান মশসুদ আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Back to top button