ধানের শীষের পক্ষে সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের গণসংযোগে ব্যাপক সাড়া

সোনারগাঁ সিদ্বিরগঞ্জ থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৩ আসনে জোরদার হয়েছে ধানের শীষের প্রচারণা।
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ৯ সেপ্টেম্বর উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পাড়া-মহল্লায় গিয়ে হাত মেলান, খোঁজখবর নেন, এবং ধানের শীষে ভোট প্রার্থণা করেন।
এতে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক সাড়া ও উচ্ছ্বাস। প্রচারণার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীরা যেন বিজয় লাভ করে সেজন্য আজকে সোনারগাঁয়ের সাদিপুরে প্রথম গনসংযোগ কর্মসূচি শুরু করেছি। যারা এখানে প্রার্থী হবে তাদেরকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। সিদ্বিরগঞ্জ-সোনারগাঁ নিয়ে গঠিত আমার যারা নেতাকর্মী ও সমর্থক রয়েছেন সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, আজকে দেশের জনগণ বিএনপির উপর আস্থাশীল। সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা। সোনারগাঁয়ের মানুষের কল্যানে ও উন্নয়নে আমরা কাজ করবো। এ এলাকায় যোগ্য, দক্ষ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো। সোনারগাঁয়ে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চাই। এলাকার মুরব্বিরা যেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে সেজন্যও কাজ করবো। আমরা সোনারগাঁয়ে বন্ধুত্বের সেতুবন্ধন রচনা করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব জি এম কায়সার রিফাত, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তাতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন, থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, থানা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন নাসির, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, সাদিপুর ইউনিয়ন কৃষক দল সভাপতি মোঃ শাহ আলম কিরন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিলবর হোসেন, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন প্রধানসহ প্রমুখ।
প্রচারণা চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র জানায়, সোনারগাঁয়ের প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়নে সমানতালে গণসংযোগ চালানো হবে। লক্ষ্য- প্রতিটি ভোটারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে ধানের শীষের পক্ষে জনমত সুদৃঢ় করা। বিএনপির এই ধারাবাহিক প্রচারণা সোনারগাঁয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলটির নেতারা বিশ্বাস করেন, এই কর্মসূচি মাঠপর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করবে।