সারাদেশ

নির্বাচন যথা সময়ে হবে: সোনারগাঁয়ে উপদেষ্টা শারমীন এস মুরশীদ

সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশীদ বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে সহিংসতা হলে সেটি ভঙ্গুর হয়ে পড়বে। তাই পুলিশ প্রশাসনের পাশাপাশি জনগণকেও সরকারের পাশে দাঁড়িয়ে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থী এবং সোনারগাঁ ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শারমীন এস মুরশীদ আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের অনিয়ম ও দুর্নীতি এক বছরে দূর করা সম্ভব নয়। তবে নতুন বাংলাদেশ গড়তে শিশু ও নারীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষভাবে কাজ করছে। অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।”

তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সন্তানদের সঠিক পথে গড়ে তুলতে হবে, নইলে আমরা বিশ্বের কাছে পিছিয়ে পড়ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Back to top button