সারাদেশ
গিয়াসউদ্দিনের ঐক্যের ডাক

নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা পুনর্বিন্যাসকে “সন্তোষজনক” বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। একইসঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটিকে যথাযথ উল্লেখ করে গিয়াসউদ্দিন বলেন, “নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের সীমানা যেভাবে নির্ধারণ করা হয়েছে, তা জেলার জন্য সঠিক হয়েছে।
৬ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে সিটি করপোরেশনের ১-১০ নম্বর ওয়ার্ড যুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এর মাধ্যমে নেতৃবৃন্দ ও ভোটারদের জন্য নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া, যা ভোটার সংখ্যা, ভৌগলিক সীমারেখা ও প্রশাসনিক সুবিধার ভিত্তিতে করা হয়। এ দায়িত্ব নির্বাচন কমিশনের। কাজেই নতুন সীমানা নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ বা বিরূপ মন্তব্য না করে দলের ঐক্য অটুট রাখা জরুরি।
বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে গিয়াসউদ্দিন আহ্বান জানান— নতুন উদ্যমে সংগঠিত হয়ে জেলার পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে।