সারাদেশ
ফতুল্লায় কারখানার ছাদ থেকে লাফ দিয়ে নারী শ্রমিকের আত্মহত্যা

ফতুল্লায় ছাদ থেকে লাফ দিয়ে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিসিক শিল্পনগরীর এনআর গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শাবনাজ আক্তার (২০)। সে ময়মনসিংহ সদরের মো. আব্দুল বারেক মিয়ার মেয়ে। তিনি ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজারে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ করে ভবনের ছাদ থেকে নিচে পড়ার শব্দ শুনে নিরাপত্তাকর্মীরা দৌড়ে গিয়ে শাবনাজকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাকে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল বলেন, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতের অভিভাবকরা আসতেছেন। তাদের সঙ্গে কথা বলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।