নুরের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মিছিল-সড়ক অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে গনঅধিকার পরিষদ জেলা ও মহানগরের ব্যানারে এই মিছিলে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তোলা হয়।
আজ বিকাল ৫টার দিকে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ঘুরে বিজয় স্তম্ভের সামনে অবস্থান নেয়। এ সময় তারা প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখে।
বক্তারা বলেন, নুরের ওপর এ হামলা পরিকল্পিত। প্রশাসনের ইন্ধন ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার দাবি করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহসভাপতি নাজমুল হাসান, মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকার নেতা আরিয়ান রিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।