ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ ২

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের রোগীবাহি একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক ৩০ বছর বয়সী বিজয় ও অ্যাম্বুলেন্স ভাড়া নেওয়া রোগীর স্বজন বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার রোজিনা বেগম (৫০)।
বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আড়াই বছরের অসুস্থ এক শিশুকে নিয়ে ঢাকার বিশেষায়িত একটি হাসপাতালে যেতে অ্যাম্বুলেন্সে বসেন চালক। গাড়ি চালু করতেই হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বেসরকারি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। রোগী উঠার আগে চালক ইঞ্জিন চালু করতেই স্পার্ক থেকে ভেতরে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে চালক ও রোগীর একজন স্বজন দগ্ধ হন।
এদিকে, আকস্মিক এ আগুনের ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পরে। হাসপাতালের ভেতরে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।