সারাদেশ
বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে মীরকুন্ডি ব্রিজ সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন বন্দর উপজেলার বেঁজেরগাঁও এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার নূর হোসেন মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মীরকুন্ডিসহ আশেপাশের এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। এ ঘটনায় বন্দর থানায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।