নাসিকের ৭৭৫ কোটি টাকার বাজেট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নগর ভবনের অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৭৭৫ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ১৫৮ টাকা আয় এবং মোট ৬৭৮ কোটি ১৩ লক্ষ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ৯৬ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত থাকবে।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি এম সাদরিল, জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলন জেলা সমন্বায়ক তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি নূর উদ্দিন প্রমুখ।