মুক্তিযোদ্ধার ঘর ঠিক করার দায়িত্ব নিলেন রনি

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বাসভবনের পুকুর সংস্কারের কাজের কারণে ফতুল্লার বীর মুক্তিযোদ্ধা নায়েক ইব্রাহিমের নিজ মালিকানাধীন বাড়িটি ভয়াবহভাবে ধসে পরে। তার স্ত্রী, মেয়েসহ তিন নাতনি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। গত ১৫ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন পরিবারটি অন্যের বাড়িতে কষ্টে জীবন যাপন করতে বাধ্য ছিলেন।
এমন একটি সংকটজনক পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে ঘরটি ঠিক করার দায়িত্ব নেন।
পরিদর্শনকালে রনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ঠিক করার দায়িত্ব তিনি নিলেন। কাজ আগামীকাল থেকে শুরু হবে এবং সঠিক তদারকি করবেন ফতুল্লা ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক টিপু, হাসান ইমাম সম্রাট ও ফতুল্লা থানা যুবদল নেতা রুবেল হোসেন।
রনি বলেন, আমার নেতা তারেক রহমান মুক্তিযোদ্ধা পরিবারের পাশে আগেও ছিল বর্তমানেও আছে ইনশাআল্লাহ্ ভবিষতেও থাকবে। তারেক রহমান এই ধরনের কাজ করতে আনন্দিত হন এবং নেতা কর্মীদের এই ধরনের উদ্যোগ গ্রহন করার আহবান জানান সব সময়ই। আমি মশিউর রহমান রনি এই মুক্তিযোদ্ধা পরিবারের ঘর ঠিক করার দায়িত্ব নিলাম তারেক রহমানের পক্ষ থেকে। অতি তাড়াতাড়ি ঠিক করে দিব।
এরপর মশিউর রহমান রনি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরীনের সাথে সাক্ষাৎ করেন এবং এই বিষয়ে অবগত করেন।
এরআগে ২৩ আগস্ট শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধার বাড়িটি পরিদর্শন করেন কিন্তু আদতে কোন ব্যবস্থা না হওয়ায় পরিবারটি বিষণ সঙ্কটাপন্ন অবস্থায় দিন পার করছিল। তবে, উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন ঐ মুক্তিযোদ্ধা পরিবারকে আপাতত থাকার জন্য একটি ঘর দেওয়া হয়েছে।
ভুক্তভুগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমরা ঘটনার সাথে সাথে ইউএনও স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু, সোহাগ নামে ইউএনও অফিসের এক লোক আমাদের ভিতরে যেতে দেয়নি। কয়েকদিন পর উনি এসে আমাদের সাথে কথা বলে একটি পরিত্যাক্ত ঘর আমাদের জন্য থাকতে দেন। যাতে পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্যা সহ বৃষ্টিতে ঘরে পানি পরে এমন সমস্যা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জানান ইঞ্জিনিয়ার দেখে আসছে, পুকুরের কাজ শেষ হলে ঐ পরিবারের জন্য ইউএনও অফিস থেকে অর্থ সহায়তা দেওয়া হবে।