গণশুনানিতে নারায়ণগঞ্জবাসীর আপত্তি শুনল ইসি

সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি আবেদনের শুনানিতে নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের সীমানা পুনর্নির্ধারণে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারা সবাই বন্দর উপজেলাকে ভেঙে দু’টি আসনের সঙ্গে যুক্ত করার সুপারিশের বিরুদ্ধে মত দিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে এ মত দেন তারা।
গণশুনানিতে সাবেক এমপি, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা বলেন, বন্দরের ইউনিয়নগুলো অন্য আসনের সঙ্গে যুক্ত হলে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়বে এবং স্থানীয়রা রাজনৈতিক ও সামাজিকভাবে বঞ্চিত হবেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ অভিযোগ করে বলেন, আসন বিভাজনে আইন অনুযায়ী মানদণ্ড অনুসরণ করা হয়নি। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে যুক্ত থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ড বাদ দেওয়ার কথা বলেছেন। এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে থাকা সদর উপজেলার দু’টি ইউনিয়ন যুক্ত করার সুপারিশ করেন তিনি।
এদিকে যুবদল নেতা খোরশেদসহ অন্য বক্তারা জানান, বন্দর উপজেলাকে বিভক্ত করলে দীর্ঘদিনের রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা নির্বাচন কমিশনের কাছে বন্দরকে অবিভাজিত রাখার দাবি জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আসন পুনর্বিবেচনা জরুরি।